যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কঠিন জবাব দেবে মস্কো

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার কঠিন জবাব দেয়া হবে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কথা জানানো হয়। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ঘোষণা করা হয়। সোমবার ইউক্রেনে বিচ্ছিন্নতাকামী বিদ্রোহীদের প্রতিষ্ঠিত দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি এবং শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠাতে প্রেসিডেন্ট পুতিনের সিদ্ধান্তের জেরে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জারি করা এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার সামরিক ব্যাংকসহ মোট দুইটি অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে। একইসাথে ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কে যেকোনো ধরনের পুঁজি বিনিয়োগ, ব্যবসা বা অন্য কোনো ধরনের লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। তার এ সংক্রান্ত নির্দেশে বলা হয়েছে, যেকেউ এই নির্দেশ লঙ্ঘন করবে তাকে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। এর আগে মঙ্গলবার ব্রিটেন প্রথম রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ব্রিটেনের নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার পাঁচ ব্যাংক ও তিন ব্যক্তি রয়েছে।অপরদিকে রাশিয়া থেকে জার্মানিগামী গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম ২ বন্ধের ঘোষণা দেয় জার্মানি। একইসাথে অস্ট্রেলিয়া, জাপান ও ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ারও ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সূত্র : নয়া দিগন্ত

Latest articles

Related articles