আসানসোল পৌরসভার মেয়র ও চেয়ারম্যান পদের মনোনয়ন জমা

আসানসোল, এনটিভি ডেস্ক: ইতিমধ্যে রাজ্যের অনেক জায়গায় পৌর নির্বাচনের ফল ঘোষণা হয়ে গিয়েছে। আবার এখনও অনেক জায়গায় প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। আর আসানসোল পৌরসভার নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। এবার আসানসোল পৌরনিগমের মেয়র হিসেবে বিধান উপাধ্যায় এবং চেয়ারম্যান হিসেবে অমরনাথ চ্যাটার্জি মনোনয়ন পত্র দাখিল করলেন।

বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমের কমিশনার নীতিন সিংঘানিয়ার হাতে এই মনোনয়ন পত্র তুলে দেওয়া হয়েছে।আগামী কাল আসানসোল পৌরনিগমের 106 জন নব নির্বাচিত কাউন্সিলারদের শপথ অনুষ্ঠানের পর মেয়র এবং চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

Latest articles

Related articles