ইউক্রেন থেকে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন নদীয়ার যুবক

সুরজিৎ দাস, নদীয়া: ইউক্রেন থেকে বাড়ি ফিরে চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন নদীয়ার শান্তিপুর থানার কাশ্যপ পাড়ার বাসিন্দা সুমন অধিকারী। সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,”পরিবারকে দেখতে পাবো সেই আশাটাই ছেড়ে দিয়েছিলাম, মৃত্যু সবসময় কাছ থেকে হাতছানি দিচ্ছিল”।

নদীয়ার সুমন দিন মজুরের কাজ করে কোন রকমে চলত সংসার। কিছুটা আর্থিক স্বচ্ছন্দ ফেরাতে হবে। সেই লক্ষ্যেই টাকা ধার নিয়ে পারি দেয় সুদূর ইউক্রেনে। সেখানে কুরিয়ার সার্ভিসের কাজ করতেন। মাত্র 6 মাস আগে গিয়েছেন তিনি। তার মধ্যেই ছন্দপতন। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ কেড়ে নিল সব স্বপ্ন। বাড়তি উপার্জন তো দূরের কথা প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারবেন কিনা তা নিয়েই শুরু হয়েছিল দুশ্চিন্তা। কোনরকমে জীবন হাতে নিয়ে বাড়ি ফেরেন তিনি। চোখেমুখে এখনো আতঙ্কের ছাপ। কানে এখনো শুনতে পাচ্ছেন বোমা গুলির শব্দ।

তিনি বলেন,পরিবারকে আর দেখতে পাবো কিনা সেই আশা ছিল না। আমরা যে গাড়িতে করে ইউক্রেন থেকে বিমানবন্দরে আসছিলাম হঠাৎ হঠাৎ গোলা বারুদের আওয়াজে কেঁপে উঠছিল গাড়িটি। বিমানবন্দরে আসার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করে তবে তিনি দিল্লি পৌঁছতে পারি”। এরপর সুমন অধিকারের আবেদন, যে সমস্ত ভারতীয়রা ইউক্রেনের আটকে আছে তাদের অতিদ্রুত বাড়ি ফেরার ব্যবস্থা করুক কেন্দ্র সরকার।

Latest articles

Related articles