পূর্ব জেরুসালেমে ইসরাইলি পুলিশের গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন। ইসরাইলি পুলিশের বরাত দিয়ে রোববার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।এক বিবৃতিতে ইসরাইলি পুলিশ অভিযোগ করেছে, ১৯ বছর বয়সী এ ফিলিস্তিনি (স্বাধীনতাকামী) কিশোর দু’ইসরাইলি পুলিশ কর্মকর্তাকে ছুরি দিয়ে আক্রমণ করেছিল। পূর্ব জেরুসালেমের পুরাতন শহরে এ ঘটনা ঘটে। ইসরাইলি পুলিশ কর্তৃক ফিলিস্তিনি কিশোর হত্যার বিষয়টি নিশ্চিত করে দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওমর বার-লেভ এক টুইটার বিবৃতিতে বলেন, ওই ফিলিস্তিনি (স্বাধীনতাকামী) কিশোর ছুরি দিয়ে আক্রমণ করার পর ইসরাইলি পুলিশের দ্রুত ও দৃঢ় পদক্ষেপের কারণে তিনি নিহত হন।ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে ওই ফিলিস্তিনি কিশোরকে গুলি করার পর তিনি গুরুতর আহত হয়ে মাটিতে শুয়ে ছিলেন। তখন তাকে কোনো চিকিৎসা না দিয়ে ওই স্থানে ফেলে রাখা হয়। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মারা যান ওই ফিলিস্তিনি কিশোর। জানা গেছে ওই ফিলিস্তিনি কিশোরের নাম সামের কাওয়াসমি (১৯)। ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে পূর্ব জেরুসালেমের পুরাতন শহরের বাব হুত্তায়।
সূত্র : নয়া দিগন্ত