মালদা, এনবিটিভিঃ বুধবার দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৪ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বৈদ্যপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রপুকুর হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়েছে হবিবপুর এর দাল্লা হাইস্কুলে। পরীক্ষা শেষ হওয়ার পর মেজিক গাড়িতে করে ফিরছিলেন ৬ জন পরীক্ষার্থী। সেই সময় উল্টো দিক থেকে আসা বোলেরো সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বোলেরোতে ছিলেন ১০জন মাধ্যমিক পরীক্ষার্থীরা।
এই সংঘর্ষের ঘটনায় চারজন মাধ্যমিক পরীক্ষার্থী ও একজন গাড়ি চালক আহত হয়েছেন। তাদের বুলবুলচন্ডী আর, এন, রায় গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হয়। একজন মাধ্যমিক পরীক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল ও কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবং বাকিদের চিকিৎসা চলছে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে।