সতর্ক থাকতে হবে মানুষকে, মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী মোদি

এনবিটিভি ডেস্ক: দেশে লকডাউন পরিস্থিতে অনেককিছুই প্রায় খুলে দেওয়া হয়েছে। তাই আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মন কি বাত’-এ জোর দিলেন সতর্ক থাকার বিষয়ে। যদিও ২৫ মার্চ থেকে শুরু হয়েছে লকডাউন পর্ব। ১ জুন থেকে দেশে শুরু হতে চলেছে আনলক ১.০। সেক্ষেত্রে কন্টেনমেন্ট জোন বাদে ছাড় দেওয়া হয়েছে অনেককিছু। উন্মুক্ত করা হয়েছে অর্থনীতির বিরাট অংশ।

প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এ জোর দিলেন সতর্ক থাকার বিষয়ে। তিনি জানালেন, যেহেতু অর্থনীতির বিরাট অংশ উন্মুক্ত করা হয়েছে, তাই আরও সতর্ক হতে হবে সকলকে। এটি লকডাউন আনলক করার ফেজ-১ বলেও বর্ণনা করা হয়। সমস্ত দোকান খুলে দেওয়া হয়েছে। রেল, সড়ক ও বিমান পরিষেবাও শুরু হয়েছে। মল, হোটেল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান ৮ জুন থেকে খুলে দেওয়া হবে। সমস্ত নিষেধাজ্ঞাই এভাবে ধাপে ধাপে তুলে দেওয়া হবে বলেও সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী মোদি বলেন, অন্যদেশের তুলনায় করোনা মোকাবিলায় ভারত অনেকটাই সফল। দারুণ কাজ করেছেন স্বাস্থ্যকর্মী ও অন্যান্য করোনাযোদ্ধারা। সবথেকে বেশি লকডাউন ক্ষতি হয়েছে গরিব, শ্রমিকদের। তাদের দুঃখের কথা ভাষায় প্রকাশ করা যায় না।

তিনি আরও বলেন, কেন্দ্র ও রাজ্য একযোগে এই বিপর্যয় মোকাবিলা করছে। কেন্দ্রের সাম্প্রতিক সিদ্ধান্তে দেশ আত্মনির্ভর হবে বলেও তিনি দাবি করেন। মানুষ “মেক ইন ইন্ডিয়া”-র ওপর আস্থা রাখছেন।

তাছাড়া, গোটা বিশ্ব যে এখন যোগব্যায়াম ও আয়ুর্বেদ নিয়ে আগ্রহ দেখাচ্ছে, সেই গোপন তথ্যও তিনি এদিন জানিয়েছেন। আয়ুষমন্ত্রক যোগ নিয়ে ভিডিও প্রতিযোগিতার আয়োজন করেছে। সেইসঙ্গে পশ্চিমবঙ্গ ও ওডিশায় আমফানের ক্ষতির কথা উল্লেখ করেছেন তিনি। একইসঙ্গে পঙ্গপালের হামলায় ক্ষতির কথাও তিনি বলেছেন। তাদের সবাইকে ক্ষতিপূরণের কথাও বলেন মোদি।

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করিয়ে দেন, অন্য দেশের দিকে তাকালে আমরা করোনার বিরুদ্ধে কতটা লড়াই করতে পেরেছি তা বোঝা যায়। অন্য দেশের মতো এখানে দ্রুত করোনা ছড়িয়ে পড়েনি।

Latest articles

Related articles