বাংলাদেশে উঠল লকডাউন, ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে খুলল সরকারি-বেসরকারি অফিস

সালমান হায়দার খন্দকার, এনবিটিভি, বাংলাদেশ: ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে খুলল সরকারি-বেসরকারি অফিস। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সাধারণ ছুটি শেষে আজ ৩১ মে সীমিতভাবে খুলছে সরকারি-বেসরকারি অফিস। একই সাথে কাল থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চালু হবে গণপরিবহনও।

গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নতুন করে ছুটি না বাড়ানোর কথা এবং গণপরিবহন সহ ট্রেন ও লঞ্চ চালু হওয়ার কথা জানিয়েছিলেন। ফরহাদ হোসেন বলেছিলেন, ‘ছুটি ৩০ মে শেষ হচ্ছে। ছুটি আর বাড়ছে না। কিন্তু কিছু বিধি-নিষেধসহ নাগরিক জীবন সুরক্ষিত রেখে আমরা সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করতে যাচ্ছি। তবে সবকিছু একেবারে খুলে দেয়া হচ্ছে না। আমরা খুলতে যাচ্ছি তবে কঠোরভাবে এবং স্বাস্থ্যবিধি মেনে। বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী নারীরা আপাতত অফিসে আসবেন না। একইসাথে শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে বলেও জানান তিনি।’

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যেতে থাকে। উদ্ভূত পরিস্থিতিতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। যদিও সবশেষে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

সবশেষ তথ্য অনুযায়ী, আজ ৩১ মে পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে রেকর্ড ৪০ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, দেশের অর্থনীতি সচল রাখতে সরকার কিছু দিনের জন্য লকডাউন উঠিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় সরকার আরো কঠোরভাবে লকডাউনের ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন ফরহাদ হোসেন।

Latest articles

Related articles