রামপুরহাটে তৃণমূল উপপ্রধান খুনে প্রান গেল ১০ জন সাধারণ মানুষের

এনবিটিভি ডেস্কঃ সোমবার রাতে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত বরশাল গ্রামের তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। কয়েক জন দুষ্কৃতীর ছোড়া বোমায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এরপরই গতরাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই এলাকায়। আগুন লাগে বেশ কয়েকটি বাড়িতে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের।

রামপুরহাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল বলেন, ‘রামপুরহাটের ভয়াবহ নৃশংসতায় আমি মর্মাহত ও বিব্রত। এই ঘটনায় স্পষ্ট রাজ্যে মানবাধিকার বিপন্ন, আইনের শাসন ভেঙে পড়েছে।

https://twitter.com/jdhankhar1/status/1506187657692340226?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1506187657692340226%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Findia%2Fwest-bengal%2Fstory%2F8-people-killed-in-fire-bengal-police-deny-political-rivalry-top-points-1928066-2022-03-22

ডিজি জানিয়েছেন, এই ঘটনা ক্ষতিয়ে দেখতে এডিজি-সিআইডি জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তিন সদস্যের টিমে রয়েছেন ভরতলাল মিনা ও মীরজ খালিদ। পরে আরও কয়েকজনকং সংযুক্ত করা হতে পারে এই টিমে।  

প্রশ্ন উঠেছে সিট গঠন নিয়েও। একের পর এক ঘটনায় ঘটছে রাজ্যে। প্রায় প্রতি ঘটনাতেই সিট গঠন করা হচ্ছে। কিন্তু তার কোনও ফল নেই।  আনিস-কাণ্ডেও সিট গঠন হয়েছিল, এখনও তার কোনও কিনারা হয়নি। ধামাচাপা দেওয়ার জন্য সিট গঠন করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।

Latest articles

Related articles