সবুজ পৃথিবীর বার্তা দিতে গাছ লাগিয়ে জন্মদিন উপহার দিলেন ইংলিশ বাজারের ওসি তারিফা খাতুন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp-Image-2022-06-06-at-12.40.18-PM

“যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো।“

কবি গুরুর রবীন্দ্রনাথের এই বাণী এখনো অমর হয়ে আছে। বিশ্ব সংস্থার তথ্য অনুযায়ী ভারতে পরিবেশ দূষণ বেড়েই চলেছে। গতকাল ছিল বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ সচেতন করতে বিভিন্ন সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে গাছ লাগানো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার সঙ্গে পুলিশ প্রশাসনের বিশেষ পরিবেশ সচেতনতা দেখা গেল।  নিজের জন্মদিনে অভিনব উদ্যোগ গ্রহণ করে সাধারণ মানুষের মন জয় করলেন মালদার ইংলিশ বাজারের মহিলা থানার ওসি তারিফা খাতুন।

প্রতিনিয়ত কারণে অকারণে গাছ কেটে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। যদিও বেআইনি ভাবে গাছ কাটলে প্রশাসন কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করেছে। পরিবেশ কে সুন্দরভাবে এবং দূষণ মুক্ত করতে গাছের কোনো বিকল্প নেই। সেই কথাকে মাথায় রেখেই জন্মদিনে সমস্ত প্রোগ্রামের ব্যস্ততার মধ্যেও থানা চত্বরে নাম নামীদামি গাছ লাগান হয় রবিবার।

এ বিষয়ে ওসি তারিফা খাতুন বলেন “খুব ভালো লাগছে একদিকে জন্মদিন অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গাছ লাগাতে পেরেছি। তাছাড়া আল মালাশিয়ান শাল গাছের মতো গুরুত্বপূর্ণ গাছ লাগানো হয়।”

এছাড়াও তিনি বার্তা দেন কেবলমাত্র একদিনের জন্য নয় পরিবেশ সুস্থ রাখতে গেলে প্রতিনিয়ত সকলেই পরিবেশ সচেতন হতে হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর