মাঝ রাতে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন এক প্রৌঢ়কে। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা।
সূত্রের খবর,জমি সংক্রান্ত বচসার জেরেই এই ঘটনা। দীর্ঘদিনের বিবাদের জেরেই কুপিয়ে খুন করা হয়েছে প্রৌঢ়কে বলে অভিযোগ।ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ দিতে থাকে ঘাতকরা।
তারপর ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই প্রৌঢ়। ঘটনাটি স্থানীয়দের চোখে পরার পর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
কিন্তু শেষ রক্ষা হয়নি তার। হাসপাতালেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মর্মান্তিক এই ঘটনাটি বেলডাঙার সাহাপুরের।
পরিবার ও স্থানীয় সূত্রে খবর, মৃত প্রৌঢ়র নাম জালালউদ্দিন শেখ। তাঁর দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিষয়ে অশান্তি হচ্ছিল।
উল্লেখ্য, বাড়ির কাছেই জমি নিয়ে পার্শ্ববর্তী সৈদুল শেখ নামে এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক দিন ধরেই চলছিল বচসা। সেই গণ্ডোগোলের জেরেই গত রবিবার রাত দেড়টা নাগাদ জালাউদ্দিনকে বাড়ি থেকে ডেকে আনে সৈদুল।
পরিবারের অভিযোগ, তারপরেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই তাঁর মৃত্যু হয়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।