বিয়ের পাঁচ বছর পেরোলেও বাবা ডাক শুনতে পাননি। দীর্ঘদিন দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এক ব্যাক্তি।বিয়ের পরও বাবা না হতে পারার হতাশায় ভুগছিলেন বছর পঁয়ত্রিশের এক যুবক।এমনকি পরিবার পরিজনদের কাছে সে কথা জানিয়ে প্রায়ই আহাজারি করতেন তিনি। তারপরেই এই চরম সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি।বুধবার নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় তার নিস্তেজ দেহ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই যুবক ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।উল্লেখ্য, মুম্বইয়ের কুরলার কুরেশি নগরের বাসিন্দা ওই যুবক। নাম মাজার আলি আনসারি। নিজের বাড়িতে স্ত্রী এবং যৌথ পরিবারের সঙ্গে থাকতেন তিনি। স্থানীয় সূত্রে খবর, প্রায়ই সন্তানহীনতার কথা বলতেন ওই যুবক। এমনকি তিনি এটাও বলতেন সন্তান ছাড়া তার জীবন অসম্পূর্ণ বটে।পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল ওই যুবকের। চেষ্টা করার পরেও কোনও ফল মেলেনি। তারপর গত এক বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।তারপরেই এই সিদ্ধান্ত। এ ব্যাপারে ওই ব্যক্তির বাড়ির লোকজনের সঙ্গে কথাও বলেছিল পুলিশ। তবে তারা কারও প্রতি সন্দেহ বা অভিযোগের কথা জানাননি বলেই পুলিশ সূত্রে খবর।পুলিশ এই ঘটনাটিতে আপাতত দুর্ঘটনায় মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে বলেই পুলিশ জানিয়েছে।