মধুবাটী সুরবালা বিদ্যামন্দিরের ৭৫ বর্ষ উপলক্ষে প্রাক্তনীদের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা

মুদাসসির নিয়াজ, হুগলীঃ হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত মধুবাটী সুরবালা বিদ্যামন্দির ৭৫ বছরে পদার্পণ করেছে। ঐতিহ্যবাহী ৭৫ বর্ষ স্মরণে স্কুলের প্রাক্তনীরা বেশকিছুদিন ধরেই নানা রকম কর্মসূচি নিয়ে চলেছেন এবং ইতিমধ্যেই বিষয়টা ভালো সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় এবার নবীণ ও প্রবীণের মেলবন্ধন ঘটাতে ১৫, ২২ ও ২৩ জানুয়ারি তিনদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনূর্ধ্ব ১৩ ও ১৬ বছরের জুনিয়র ও সাব জুনিয়র ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় স্থানীয় নবীণ সংঘের মাঠে। অনূর্ধ্ব ১৬ খেলায় নবীণ সংঘের টিম ১-০ গোলে কামারকুণ্ডু বিবেকানন্দ ফুটবল কোচিং সেন্টারকে পরাজিত করে এবং সাব জুনিয়র বিভাগে নবীণ সংঘ ১-০ গোলে সিঙ্গুর ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়। সোমবার ২৩ জানুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন যথাক্রমে নবীণ সংঘের মীত মাঝি ও সোহম মাঝি। দুই ফাইনালের মাঝে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের এক প্রীতি ফুটবল খেলায় অতীতের নামী খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন। এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় দারুন উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রাক্তন শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রবন্ধু ও বিশ্ববন্দিত ফুটবলার পেলে ও মোহনবাগান জুনিয়র দলের প্রাক্তন প্লেয়ার তথা মধুবাটী হাইস্কুলের প্রাক্তন ছাত্র সুপ্রিয় কোলে (মিহির) প্রমুখকে স্মরণ করে এই প্রতিযোগিতার সূচনা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ক্রীড়াবিদ অসিত পাল, বারীণ দাস, উদয় মালিক, গোবিন্দ মালিক, ক্রীড়া শিক্ষক তন্ময় কুমার ও সনাতন বাস্কে, বাসুবাটী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুশান্ত মালিক ও নবীণ সংঘের সম্পাদক অরুণ পাত্র প্রমুখ। প্রয়াত সমাজকর্মী নীলমণি দাস, আজিত কুমার ঘোষ স্মৃতি উইনার্স ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সনাতন মালিক, গঙ্গাপদ কোলে স্মৃতি রানার্স ট্রফি এবং প্রয়াত শিক্ষাকর্মী বিশ্বনাথ মালিক স্মৃতি পুরস্কার প্রদান করেন সম্মানীয় অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রণব দাস। তিনদিন ধরে রেফারি হিসেবে টুর্ণামেন্ট পরিচালনা করেন সৌগত দাস, গোবিন্দ মালিক, উদয় মালিক।
উল্লেখ্য, স্কুলের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষ্যে মূল অনুষ্ঠান হওয়ার কথা ১৪, ১৫, ১৬ ফেব্রুয়ারি।

Latest articles

Related articles