শিবরামবাটী মিলনী ক্লাবের হীরক জয়ন্তীতে ফুটবল ম্যাচ

হুগলী জেলার সিঙ্গুর এলাকার অন্যতম পুরোনো এবং ঐতিহ্যবাহী ক্লাব শিবরামবাটী মিলনী। এই ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে রবিবার ৫ ফেব্রুয়ারি বলরামবাটী কালীবাড়ি ময়দানে অনুষ্ঠিত হল ফুটবল প্রতিযোগিতা। এতে মোট ১০টি দল অংশগ্রহণ করেছিল। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয়দের উৎসাহ ছিল নজরকাড়া। অনূর্ধ্ব ১২ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে উগলি দুলাল স্মৃতি সংঘ এবং রানার্স হয়েছে বাসুবাটী শ্রীরামপুর নবীণ সংঘ।

অনূর্ধ্ব ১৬ বিভাগে হেমচন্দ্র একাডেমি চ্যাম্পিয়ন এবং উদয়নারায়ণপুর শক্তি সংঘ রানার্স হয়েছে। উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন ফুটবলার রনেন দাস, প্রণব দাস, অনিমেষ ধাড়া, মিলনী ক্লাবের অন্যতম প্রাণপুরুষ মোহনলাল দাস, সম্পাদক সৌগত দাস ও ক্লাবের অন্যান্য সদস্যরা। দীনেশচন্দ্র দাস স্মৃতি অনূর্ধ্ব ১২ উইনার্স ট্রফি, প্রিয়রঞ্জন দাস স্মৃতি অনূর্ধ্ব ১২ রানার্স ট্রফি, পঞ্চানন দাস ও হারাধন দাস স্মৃতি অনূর্ধ্ব ১৬ উইনার্স ট্রফি এবং জয়দেব চ্যাটার্জী স্মৃতি রানার্স আপ ট্রফি বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।

Latest articles

Related articles