নাগরিকত্ব সংশোধনী চালু করায় উদ্বেগ প্রকাশ করেছেন কেরালার মুফতি শেখ আবুবকর আহমদ। তিনি কেন্দ্রীয় সরকারের কাছে এই আইনটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, যে আইন ধর্মকে নাগরিকত্বের মাপকাঠি হিসাবে ব্যবহার করে সেটি মৌলিকভাবে সংবিধানের সাথে বিরোধপূর্ণ।
গ্র্যান্ড মুফতি বলেন, “এই আইন অনুমোদনের মাধ্যমে, ঐক্য ও অখণ্ডতা গড়ে তোলার পরিবর্তে নাগরিকদের মধ্যে বিভাজনের বীজ বপন করার ঝুঁকি নেওয়া হচ্ছে। ভারত যখন মহাকাশ স্টেশন চালু করার প্রচেষ্টার মাধ্যমে বিশ্বব্যাপী নিজের অবস্থান জানান দিচ্ছে সে সময় এই আইন প্রণয়ন করে বৈষম্যের সৃষ্টি করা হচ্ছে।
তিনি আরো বলেন, এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ভারতের সুনাম ক্ষুণ্ণ হবে।