সৌদি আরবের প্রশাসনের নির্দেশানুযায়ী চলতি বছর থেকেই শিশুদের হজ যাত্রায় জারি হল নিষেধাজ্ঞা। হজ এবং উমবাহ মন্ত্রক মারফত জানানো হয়েছে, হজের সময় মক্কায় অসংখ্য দর্শনার্থীদের সমাগম ঘটে। এই কথা মাথায় রেখে শিশুদের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানা যাচ্ছে। হজ এবং উমবাহ মন্ত্রক এও জানিয়েছে, প্রথমবার হজ করা সকল দর্শনার্থীদের এবছর অগ্রাধিকার দেওয়া হবে। ভিশা নীতিতেও করা হয়েছে বেশ কিছু বদল।
এবছর হজ যাত্রার জন্য নাম নথিভূক্ত করা শুরু হয়ে গেছে। সৌদি আরবের বাসিন্দাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ-সুবিধে। তারা বাড়ি বসে ‘নুসুক অ্যাপ’ দ্বারা হজ যাত্রার জন্য নাম নথিভুক্ত করতে পারবে। রয়েছে বিভিন্ন প্রকার প্যাকেজের সুযোগ সুবিধা। এছাড়াও সৌদি নাগরিকরা তিন কিস্তিতে টাকা মেটাতে পারবেন।
ভারত সহ ১৪ টি দেশের ভিশা নীতিতে বড় রদ বদল করেছে সৌদি আরবের প্রশাসন। ভিশার মেয়াদ থাকে ৩০ দিন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সুদান, মিশর, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, ইথিওপিয়া, ইয়েমেন, তিউনিশিয়া, মরক্কো, জর্ডান, ইরাক, এবং নাইজেরিয়া, এই ১৪ টি দেশের নাগরিকরা হজের নাম নথিভূক্ত না করে মক্কায় চলে যেত, এমনটাই অভিযোগ সৌদি আরব প্রশাসনের। ফলত অহেতুক ভিড়ে সমস্যায় পড়তো শিশুরা। এবার তা বন্ধ করার জন্য ভিশার নিয়মে বদল আনলো সৌদি আরবের প্রশাসন।