
চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালের রাতে, টিএমসি পার্টি অফিসে চলল মদ্যপান ও গণধর্ষণ, কাঠগড়ায় অঞ্চল সভাপতি
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতা পূর্বে বিজেপির কর্মী ছিলেন। নির্যাতিতার স্বামীর অভিযোগ অনুযায়ী, রবিবার সকালে এই ঘটনা ঘটে। তিনি ইমেলের মাধ্যমে নারায়ণগড় থানা এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তৃণমূল পার্টি অফিসে আগামীকাল ভারত বনাম নিউজিল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ম্যাচ দেখার বন্দোবস্ত হয়েছিল। পার্টি অফিসে ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন তৃণমূলের নারায়ণগড়ের অঞ্চল সভাপতি সহ বেশ কিছু কর্মী ও সমর্থকরা।
এই অভিযোগে নির্যাতিতার ছেলের করা একটি ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এবং ইতিমধ্যেই নির্যাতিতার স্বামীর করা এফ-আই-আর এর কপি এনবিটিভির হাতে এসেছে , এই ঘটনায় রীতিমতো অস্বস্তি বাড়াচ্ছে শাসক শিবিরে।
বর্তমানে নির্যাতিতা মেদিনীপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, এবং প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।