
আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ-বিধ্বস্ত গাজা ভূখণ্ডকে দখল করার হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার ট্রাম্পের হুঁশিয়ারির বিকল্প হিসাবে পুনর্গঠন ও উন্নয়নের বিশেষ প্রস্তাব আনল মধ্য-প্রাচ্যের আরব নেতারা। গত ৪ই মার্চ মিশরের রাজধানী কায়রোতে আরব নেতারা একটি জরুরী শীর্ষ সম্মেলন ডাকেন, যেখানে মোট ৫৩ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে যুদ্ধ-বিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করার জন্যে।
প্রথম ধাপের অন্তর্বর্তীকালীন পরিকল্পনায় বলা হয়েছে, আগামী ৬ মাসে ৬০,০০০-র কাছাকাছি পাকা ইমারত ও ২০০,০০০-র কাছাকাছি বসতি বানাতে ৩ বিলিয়ন ডলার খরচ করা হবে। এটির পরিচালনার দায়িত্বে থাকবেন প্যালেস্টাইন অথারিটির দ্বারা নির্বাচিত একটি বিশিষ্ঠ কমিটি।
দ্বিতীয় ধাপে, অর্থাৎ পুনর্গঠনের জন্য খরচ করা হবে ২০ বিলিয়ন ডলার। এই পর্যায় ৪০০,০০০ বসতি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ও আগামী ৩০ মাসের মধ্যে পুরো জনসংখ্যাকে এর আওতায় আনার কথা ভাবা হচ্ছে । এছাড়াও, জল, বিদ্যুৎ, যোগাযোগ, শিল্পাঞ্চল ও বন্দরের মতো পরিকাঠামো নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিশেষে, নজর দেওয়া হবে প্রশাসনিক সংস্কারের কাজের ওপর এবং যুদ্ধ-পীড়িত পালেস্তানিয়ানদের কাছে ঠিকমত ত্রাণ পৌঁছাছে কিনা তাও খতিয়ে দেখবে ওই বিশিষ্ঠ কমিটি। এছাড়াও দ্রুত নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন পালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস।