
এ কেমন যুদ্ধবিরতি? যেখানে থামছে না রক্তপাত। বেড়েই চলেছে মৃত্যু সংখ্যা। ধ্বংসস্তূপকে আঁকড়ে নিয়ে বেঁচে আছে আমজনতা। ইজরায়েলের গণহত্যায়, মাত্র ১ সপ্তাহের কম সময়ের মধ্যে গাজায় মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৩৪। যার মধ্যে কম করে ২৫০ জন শিশু যুক্ত রয়েছে।

রবিবার ভোররাতে ইজরায়েলের ক্ষেপণাস্ত্রে দক্ষিণ গজায় প্রথম সারির এক নেতা সহ মোট ২৩ জন নিহত হয়েছেন। সূত্রের খবর, খান ইউনুস অঞ্চলের ত্রাণ শিবিরে সপরিবারে নামাজ পড়তে যান সালাহ আল বারদাউইল হামাসের এক শীর্ষ নেতা।

ইজরায়েলের সেনা তার অস্থায়ী বসতিকে চিহ্নিত করে ড্রোন হামলা চালায়। ঘটনাস্থলেই নিহত হন নেতা। যদিও এই হামলা প্রসঙ্গে ইজরাইল সেনার পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি।