
পেহেলগাঁও জঙ্গি হামলার পরে পাকিস্তানের বিরুদ্ধে ধারাবাহিক কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সীমান্ত বন্ধ, সিন্ধু জলচুক্তি স্থগিত এবং পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করার পরে এবার নিষিদ্ধ করা হল পাকিস্তানের সমস্ত ইউটিউব চ্যানেল।

সরকারের দাবি, এই চ্যানেলগুলিতে ভারত, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়ানো হচ্ছিল এবং এর ফলে ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডন নিউজ, সামা টিভি, আরি নিউজ, জিও নিউজ, বোল নিউজ সহ একাধিক জনপ্রিয় সংবাদ চ্যানেলের পাশাপাশি, ইরশাদ ভাটি, মুনিব ফারুক, উমর চিমা ও প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।

এছাড়া, বিবিসি-কে চিঠি দিয়ে তাদের সংবাদ পরিবেশনের ধরন নিয়ে সতর্ক করা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ভবিষ্যতে বিবিসির প্রতিবেদনের উপর নজর রাখা হবে এবং প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।