
মাতৃত্বের কোনো বেড়া জাল হয় না। তবে দুই দেশের বেড়া জাল বিচ্ছিন্ন করল মা ও সন্তানকে। পেহেলগাঁওয়ে অতর্কিত জঙ্গি হানায় নিহত হলো ভারতের সাধারণ মানুষ। এরপরেই ভারত সরকারের ঘোষিত পরপর সাতটি সিদ্ধান্ত, রীতিমতো ব্যাক ফুটে নিয়ে গেছে পাকিস্তানকে।

এরই মধ্যে এক গৃহীত সিদ্ধান্ত হলো, পাকিস্তানিদের দেওয়া ভারতের ভিসা গত ২৭শে এপ্রিল থেকে বাতিল ঘোষণা করা হয়েছে। ঠিক এই কারণেই, মাকে দিল্লিতে রেখে অশ্রু জলে পাকিস্থানে বিদায় নিল দুই শিশু। ভারত ছাড়ার সময় শিশু দুটির একটাই আর্তনাদ “মা কে ছাড়া বাঁচবো না!”