
পূর্ব বর্ধমান জেলার, কেতুক গ্রাম থানার অন্তর্গত নিরোর হাইস্কুলের ছাত্র মহ: সেলিম মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করেছেন। খুব অল্প বয়সে মা হারা সেলিমের জীবন সংগ্রামটা ছিল খুব কষ্টকর। মামা বাড়িতে থেকে অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করেছেন সেলিম। স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও গ্রামবাসীরা তার এই ফলাফলে অত্যন্ত খুশি। স্কুল শিক্ষকরা জানিয়েছেন চিরকালই পড়াশোনায় ভালো ছিল মহ: সেলিম। সেলিমের এই সাফল্যের পেছনে গৃহশিক্ষক এবং স্কুল শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। এখন সেলিমের একটাই লক্ষ্য, ইঞ্জিনিয়ার হওয়া।