
মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসার ঘটনার প্রায় এক মাস পর অবশেষে মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গেছে, হিংসায় পীড়িত মানুষদের অর্থ সাহায্য ও নানা প্রকার সরকারি পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে আজ ৫ মে মুর্শিদাবাদ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ যাত্রা কে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, “মুর্শিদাবাদের মূল সমস্যার সমাধান না করে সরকারি সহায়তা দেওয়ার কোন মানে হয় না।”

অবশেষে কি বুছবে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক প্রতিহিংসার আগুন? নানান মহলে এখন একটাই প্রশ্ন।