মে মাসের শুরুতে দুই দেশের মধ্যে গ্রীষ্মকালে তাপমাত্রার পারদ যতটা তপ্ত তার চাইতেও বেশি উত্তপ্ত দুই দেশের সীমান্তে দাঁড়িয়ে থাকা কাশ্মীর ও দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি।

রবিবার পাকিস্তানের করাচি বন্দরে নামলো তুরস্কের একটি যুদ্ধজাহাজ। শুধু তাই নয়, ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি এসে উপস্থিত হয়েছে পাকিস্তানে। এ সাক্ষাৎকার একেবারেই সৌজন্যমূলক বলে দাবি করা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে। আব্বাস আরাঘচি পাকিস্তানে নেমে ভারত পাকিস্তানের ভ্রাতৃত্বমূলক সম্পর্কের দাবি করেছে।

সূত্রের খবর চলতি সপ্তাহে ভারত সফরে আসার কথা আছে আব্বাস আরাঘচির। তবে সাম্প্রতিক ঘটে যাওয়া পহেলগাঁও হামলার কারণে ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচিকে স্থগিত রাখতে হয়েছে ভারত সফর।

ভারতে আসার আগে পাকিস্তান পদার্পণ বিশেষ কোন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? প্রশ্ন নানান মহলে।