
ভারত, পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলাকালীন মধ্যস্থতা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার আমেরিকা ভারত, পাকিস্তানের মাঝে নাক গলিয়ে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। এখানেই শেষ নয় রবিবার ট্রাম্প এও ঘোষণা করেন, তিন হাজার বছর পুরনো কাশ্মীর সমস্যাকে নিয়ে ভারত, পাকিস্তানের সঙ্গে কাজ করবেন তিনি। ট্রাম্প জানান, ভারত, পাকিস্তানকে সংঘর্ষ বিরতিতে পৌঁছে দিতে পেরে তিনি গর্বিত।

এ নিয়ে ভারতের বিরোধী দল গুলোর মধ্যে চূড়ান্ত ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিরোধীদের বক্তব্য ভারতের স্বতন্ত্র স্বাধীনতা হস্তক্ষেপ করছে বিরোধী শক্তি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদাসীনতা নিয়েও বিরোধীরা তুলছে প্রশ্ন।

ইতিমধ্যে যদিও ট্রাম্পের এই ঘোষণাকে পাকিস্তান স্বাগত জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে লেখেন, “বহু মানুষের মৃত্যু এড়িয়ে সংঘর্ষ বিরতিতে রাজি হওয়ায় ভারত ও পাকিস্তানের দূরদর্শী সম্পন্ন নেতৃবৃন্দের প্রতি আমি গর্বিত। তারা এতে রাজি না হলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাতে। আপনাদের এই সাহসী পদক্ষেপ চিরকাল মনে রাখা হবে। আমি গর্বিত, এই ঐতিহাসিক সিদ্ধান্তে আমেরিকা মধ্যস্থতাকারীর দায়িত্বশীল ভূমিকা পালন করতে পেরেছে। এই আলোচনার অন্তর্গত না হলেও, আমি আশ্বাস দিচ্ছি দুই দেশের সঙ্গেই আমি বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াবো। এছাড়াও দুই দেশের মধ্যে ‘হাজার বছর ধরে চলা’ কাশ্মীর সমস্যা মিটিয়ে দিতেও আমি মধ্যস্থতা করে দিতে রাজি।” ভারত সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।