
নতুন করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ২০২৩ সালের মুজাফফরনগর ছাত্র চড়কাণ্ডে ভুক্তভোগী মুসলিম শিশুটির পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে উত্তর প্রদেশ সরকারকে। বিচারপতি অভয় এস ওকা ও উজ্জ্বল ভূইয়ার বেঞ্চ বলেন, ছেলেটি যতদিন না স্কুল শেষ করছে, ততদিন পর্যন্ত তার টিউশন ফি, ইউনিফর্ম, বই এবং যাতায়াতের খরচ রাজ্য সরকারকে বহন করতে হবে।
ঘটনাটি নিয়ে সমাজকর্মী তুষার গান্ধী একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। এই মামলার শুনানিতেই শীর্ষ আদালত স্পষ্ট জানায়, সরকারের ইচ্ছা হলে তারা কোনো দাতব্য সংস্থার সাহায্য নিতে পারে, তবে মূল দায়িত্ব রাজ্যেরই।
২০২৩ সালের আগস্টে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় স্কুলশিক্ষিকা ত্রিপ্তা ত্যাগী তার সহপাঠীদের দিয়ে এক ৭ বছরের মুসলিম শিশুকে বারবার চড় মারাতে বলেন এবং ধর্ম নিয়ে কটূ মন্তব্য করেন।
তিন মাস পর সরকার জানায়, শিশুটিকে অন্য একটি প্রাইভেট স্কুলে ভর্তি করানো হবে এবং তার সব পড়াশোনার খরচ সরকার দেবে। কিন্তু গতকাল শুনানিতে শিশুর পক্ষের আইনজীবী শাদান ফারাসাত আদালতকে জানান, গত সেমিস্টারের ফি এখনও দেওয়া হয়নি, ইউনিফর্মের খরচও বাকি, আর যাতায়াত খরচ মাত্র দুদিন আগে পরিশোধ হয়েছে। তিনি আদালতকে অনুরোধ করেন, যেন পড়াশোনার সব খরচ দ্রুত সরাসরি স্কুলকে দেওয়া হয়।