
নদিয়া জেলার মহিলা তৃণমূলের চেয়ারপার্সনের পদে নিয়োগ পেয়েছিলেন টিনা ভৌমিক সাহা। গত শুক্রবার হাতে পান নিয়োগপত্র, যেখানে দলের রাজ্য সভানেত্রী মালা রায়ের সই ছিল। তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
জানা গিয়েছে, বুধবারই টিনা ভৌমিক সাহাকে নদিয়ার মহিলা সংগঠনের চেয়ারপার্সন করা হয়েছিল। শুক্রবার চিঠি হাতে পেয়ে বিষয়টি সামনে আসতেই দলে আলোচনা শুরু হয়। অনেকেই বলেন, দলের গঠনে এমন কোনও পদ নেই। নদিয়ায় দু’টি সাংগঠনিক জেলা—কৃষ্ণনগর ও রানাঘাট। প্রশ্ন ওঠে, গোটা জেলার জন্য একটি মহিলা চেয়ারপার্সনের পদ কীভাবে তৈরি হল?

এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়। রাজ্য সভাপতি সুব্রত বক্সীকেও আপত্তি জানান কিছু তৃণমূলের নেতা-কর্মীরা। এরপরই টিনা ভৌমিক সাহাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দল।
এই নিয়ে টিনা ভৌমিক সাহা বলেন, ‘‘আমি ব্যক্তিগত কারণে নিজেই পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছিলাম। দল সেটাই মেনে নিয়েছে।’’ জানা গিয়েছে, এই ঘটনাটি জেরে এখনো চর্চা চলছে তৃণমূল মহলে এবং দলের ভেতরের টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠছে এই ঘটনায়।