
পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার শ্রীরামপুরে যুবকের অস্বাভাবিক কাণ্ডকারখানা দেখে শিউরে উঠলো এলাকাবাসী। এলাকাবাসীদের অভিযোগ, কবরের মধ্যে থেকে মৃতদেহ বার করে তার সঙ্গে সেলফি তুলছিল অভিযুক্ত যুবক। ঘটনাটি দেখা মাত্র এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। এরপর স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে ওই যুবক। এলাকাবাসীরা বেধড়ক মারধর করে একটি ঘরে আটকে রাখে যুবককে। পরবর্তীতে স্থাহিন পুলিশ যুবকটিকে গিয়ে উদ্ধার করে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে কার্যত খন্ড যুদ্ধের সৃষ্টি হয়।
পুলিশ সূত্র মারফত জানা গেছে, অভিযুক্ত যুবক পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকার বাসিন্দা। অভিযুক্ত যুবককে আটক করার পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম প্রভাকর শিট, ৩৩ বছর বয়সে এই যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকার বাসিন্দা। পুলিশ এও জানিয়েছে যুবকটি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এখনো বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।