
গাজায় মানবিক বিপর্যয় চরমে। সুইজারল্যান্ড ভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর বুধবার রাতে জানায়, মাত্র ২৪ ঘণ্টায় গাজায় অনাহার ও চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছেন আনুমানিক ২৬ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ৯ জন শিশু।
সংস্থাটির মতে, ইসরায়েলের অব্যাহত অবরোধ এবং সামরিক অভিযানের কারণে গাজায় খাদ্য ও চিকিৎসা সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। মার্চ থেকে এই সংকট আরও বেড়েছে। সংস্থাটি এটিকে ‘মানবসৃষ্ট বিপর্যয়’ বলে বর্ণনা করেছে।
জানা গিয়েছে, গাজার বড় হাসপাতালগুলি কার্যত বন্ধ হয়ে গেছে যার ফলে বয়স্ক, শিশু এবং দীর্ঘমেয়াদি অসুস্থ রোগীদের মধ্যে মৃত্যুর হার দ্রুত বাড়ছে। দক্ষিণ গাজার ইউরোপিয়ান হাসপাতাল ও উত্তরের ইন্দোনেশিয়ান হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসাসেবা পুরোপুরি ভেঙে পড়েছে।