টেনিস তারকা সানিয়া ও ক্রিকেটার আজহারউদ্দীদের মধ্যে নতুন সম্পর্কে জুড়ছে

টেনিস তারকা সানিয়া ও ক্রিকেটার আজহারউদ্দীদের মধ্যে নতুন সম্পর্কে জুড়ছে

স্পোর্টস ডেস্ক, এনবিটিভিঃ এবার তবে কি ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ও ভারতের প্রক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দীনের মধ্যে নতুন সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন! হ্যাঁ ঠিক এমনটাই হতে যাচ্ছে। আজহারউদ্দীনের ছেলে আসাদের সাথে সানিয়ার ছোট বোন আনমের সম্পর্ক প্রকাশ্য এসেছে। সেই সুত্রে তাদের বিবাহ বন্ধন হলে আজহারউদ্দীন ও সানিয়া মির্জাদের মধ্যে সম্পর্ক স্থাপন হবে।

গত কয়েক মাস ধরে আজহার পুত্র ও সানিয়ার বোন দুজনকে একত্রে দেখা মিলেছে। সুত্রে খবর আসাদ ও সানিয়ার বোন আনম এবার বিবাহ সুত্রে আবদ্ধ হতে চলেছেন। এর আগে অবশ্য সানিয়ার বোন আবমের একবার বিবাহ হয়েছিল কিন্তু সে সম্পর্ক শেষ পর্যন্ত টিকেনি। আনম ও আসাদের পরিবার থেকে এই সম্পর্ক মেনে নিয়েছেন। খুব শীঘ্রই হয়ত চারহাত এক সুত্রে গাঁথা হতে পারে।

Latest articles

Related articles