এনবিটিভি ডেস্ক: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিনই স্কুলে ছাত্রছাত্রীদের মার্কশিট, সার্টিফিকেট তুলে দেওয়া হবে। সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি মাসেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে। কোভিড পরিস্থিতির মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে।
শেষমেশ সব জল্পনা, ভাবনার অবসান। সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখে ফলপ্রকাশের দিনই ক্যাম্প অফিস থেকে স্কুলগুলি মার্কশিট নিতে পারবে। এরপর স্কুলগুলো তাদের পরিস্থিতি অনুযায়ী ছাত্রছাত্রীদের তা দিয়ে দেবে। ছাত্রছাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত সংসদের।