এনবিটিভি ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হলেন ২৮,৬৩৭ জন। সবমিলিয়ে মোট আক্রান্ত দাঁড়াল ৮,৪৯,৫৫৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, সুস্থ হয়েছেন ৫,৩৪,৬২১। পশ্চিমবঙ্গে শনিবার মারা গিয়েছেন আরও ২৬ জন। একদিনে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে এদিনই, ১,৩৪৪ জন। মোট মৃতের সংখ্যা ৯০৬।
অন্যদিকে, করোনা সংক্রমণ বেড়ে চলায় কর্নাটক সরকার বেঙ্গালুরু শহর ও গ্রামে সাতদিনের জন্য পুরো লকডাউন জারি করেছে। মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা নিজেই গৃহবন্দি হয়েছেন। দিল্লিতে সবরকম সরকার পরিালিত পরীক্ষা বাতিল করা হয়েছে। সরকার চালিত বিশ্ববিদ্যালয়ে আগের ফলের ভিত্তিতে পড়ুয়াদের পাশ করানো হবে।
অসমের গুয়াহাটি জেলে বন্দি নাগরিক আন্দোলেনর নেতা অখিল গগৈ সহ ৫৪ জন করোনা. আক্রান্ত হয়েছেন।