এনবিটিভি ডেস্ক: করোনা পজেটিভ সাধন পাণ্ডের স্ত্রী। মন্ত্রী জানিয়েছেন, তিনি নিজে আপাতত কোয়ারেন্টিনে রয়েছেন। আপাতত চিকিৎসকেরা তাঁর স্ত্রীকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। একথা নিজেই জানিয়েছেন মন্ত্রী।
উল্লেখ্য দু-দিন আগেই করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাঁর শ্যালক। এরপরই টেস্ট করান সাধন পাণ্ডের স্ত্রী। রিপোর্ট পজেটিভ আসে। এর আগে মন্ত্রীসভার মধ্যে করোনায় আক্রান্ত হয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। আর তারপরই সাধন পাণ্ডের বাড়িতে হানা দিল করোনা। কিছুদিন চিকিৎসার পরই করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে এসেছেন দমকল সুজিত বসু।