এনবিটিভি ডিজিট্যাল ডেস্ক: বামনগোলা ব্লকে ৮ দফা দাবি নিয়ে শুক্রবার বেলা ২ নাগাত বামনগোলা ব্লকের ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি যে মদনাবতী ও গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠেছে সেই দুর্নীতি জন্য প্রধানদের গ্রেপ্তারে দাবি নিয়ে এদিন। জাতীয় কংগ্রেস ও সিপিএমের যোথ্য উদ্যোগে রবীন্দ্র মোড় থেকে শুরু করে পেট্রল পাম্প হয়ে নেতাজি মোড় হয়ে বিডিও অফিসে এসে ডেপুটেশন দেওয়া হয় বামনগোলা ব্লকে জয়েন বিডিও অসিশ নয়েক এর হাতে। এখানে উপস্থিত ছিলেন বামনগোলার সিপিআইএম এরিয়া কমেটির সম্পাদক খগেন বর্মন, বামনগোলা ব্লকের উওর এরিয়ার সম্পাদক সফূর রহমান, মালদার জেলা সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র সহ জেলা নেত্রী ছবি দেব, সহ-ব্লক কংগ্রেসের সভাপতি হরিপদ বৈরাগী, প্রদেশ কংগ্রেসের সদস্য জয়ন্ত সরকার, ব্লক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি বিশ্বনাথ রায়, এবিষয়ে সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন
Related articles