এনবিটিভি ডেস্ক: ১১ বছরের এক কন্যাকে মারধর করার অভিযোগ উঠল ধানবাদের এক দম্পতির বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলের ধ্রুবডাঙাল এলাকায়। জানা গিয়েছে, লকডাউনের আগে এই ধ্রুবডাঙাল এলাকার ওই কন্যার বাবা ও মা এর কাছ থেকে ঝাড়খণ্ডের ধানবাদের এক পরিচিত দম্পতি তাদের বাড়ি নিয়ে গিয়েছিল। ওই কন্যার বাবা ও মা এর অভিযোগ তাদের মেয়েকে মারধর করেছে ওই দম্পতি। এদিন ওই কন্যা ধ্রুবডাঙাল এলাকায় ফিরে আসার পর দেখা যায় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ওই কন্যার বাবা ও মা এবং প্রতিবেশীদের অভিযোগ হিরাপুর থানার পুলিশ কে এই বিষয়টি জানাতে গেলে দুর্ব্যবহার করেছেন। যদিও এই ঘটনা নিয়ে ওয়ার্ড সভাপতি রাকেশ সিং পুলিশের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন।
Popular Categories