৬ মাস নাবালিকা কে লাগাতর ধর্ষণ!গ্রেফতার ৫১ বছরের প্রৌঢ়!

দক্ষিন ২৪ পরগনা, এনবিটিভি ডেস্ক: চোদ্দ বছরের এক নাবালিকা কে লাগাতার ৬ মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠলো ৫১ বছর এক প্রৌঢ়র বিরূদ্ধে।অভিযোগ পেয়ে ইতিমধ্যে ৫১ বছরের ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে,জীবনতলা থানার অন্তর্গত ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ি এলাকার পিয়ালির কলাড়িয়ার বাসিন্দা সুনীল শীল।অন্যদিকে প্রতিবেশী বছর চোদ্দ বয়সের এক নাবালিকা বাড়িতেই একাই থাকতো। তার বাবা-মা কলকাতায় পরিচারিকার কাজ করতো। প্রতিদিনই সকাল কলকাতায় রওনা দিতো। সন্ধ্যায় ফিরে আসতো। সেই সুযোগে প্রতিবেশি ওই নাবালিকা কে খাবারের প্রলোভন দিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করতো। এমন ভাবে দীর্ঘ প্রায় ছয় মাস ধরে ওই নাবালিকা কে লাগাতর ধর্ষণ করে আসছিল ৫১ বছরের সুনীল।

শুক্রবার লোকজন জানাজানি হতেই ওই নাবালিকার পরিবারের লোকজন ঘুঁটিয়ারীশরীফ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেন ঘুঁটিয়ারীশরীফ ফাঁড়ির পুলিশ।অভিযোগের কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত ৫১ বছরের সুনীলকে গ্রেফতার করে ফাঁড়ির পুলিশ। বর্তমানে ধৃতদের শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয় ক্যানিং মহকুমা হাসপাতালে।

Latest articles

Related articles