দাদুর বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু হল পাঁচ বছরের একটি শিশুর

বিশ্বজিত কর্মকার, মুর্শিদাবাদঃ   ঘটনাটি ঘটেছে জলঙ্গী থানার ঘোষপাড়া অঞ্চলের পরাশপুর চর এলাকায়। রোজিনা খাতুন নামের বছর পাঁচের মেয়ে শিশু একবছর থেকে দাদুর বাড়িতে থাকতো। তারপর সোমবার বিকেল থেকে ওই শিশুটি নিখোঁজ ছিল। তারপর চারিদিকে খোঁজ খবর নিয়ে দেখা যায় বাড়ির পাশে পুকুরে মৃত দেহ ভাসছে। সেখান থেকে তুলে সাদিখারদেয়াড় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এর মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুর বাড়ি সাগরপাড়া থানার হরেকৃষ্ণপুর গ্রামে।

Latest articles

Related articles