রানীনগর: মুর্শিদাবাদের রাণীনগর এলাকায় ব্যাপক পরিমানে উদ্ধার সকেট বোমা। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে চাঞ্চল্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানীনগরের কার্তিকেরপাড়া এলাকা থেকে ১২ টি তাজা বোমা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকেল নাগাদ কার্তিকেরপাড়া বাঁশবাগানে তল্লাশী চালায় রাণীনগর থানার পুলিশ। সেখানেই ব্যাগ ভর্তি বোমাগুলি পাওয়া যায় । পরে রাণীনগর পুলিশ প্রশাসন বোমা গুলি উদ্ধার করে।
এদিন শনিবার বোম স্কোয়াডের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং বোমা গুলি নিষ্ক্রিয় করে। একইসাথে এত বিপুল পরিমাণে বোমা উদ্ধার হওয়াই আতঙ্কিত এলাকাবাসী।