ভোটের লড়াইয়ে সামিল মা, একমাসের সন্তানকে কোলে নিয়েই জমা দিলেন মনোনয়ন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

69318533

এনভিটিভি, ওয়েবডেস্ক: গড়তে চান সুস্থ সমাজ। নিজের সন্তানের জন্য। আগামী দিনের কথা ভেবে। তাই কোলের একরত্তি শিশু সন্তানকে নিয়েই ভোটের ময়দানে নেমে পড়েছেন তিনি। সুচেতনা মণ্ডল। হাওড়া জগৎবল্লভপুরের লস্করপুর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। সিপিএমের হয়ে ভোটযুদ্ধে লড়াইয়ে নেমেছেন তিনি। মঙ্গলবার প্রবল গরমকেও উপেক্ষা করে একমাস বয়সী শিশুসন্তানকে নিয়ে এসে মনোনয়ন জমা দিলেন।  সুচেতনার কথায়, ‘আমি তো সারাজীবন বেঁচে থাকব না। তাই আমার সন্তানের কথা ভেবে আমাকে এগিয়ে আসতে হয়েছে। সে যাতে সুরক্ষিত থাকে এবং তার যাতে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হয় সেজন্যই আমার এই লড়াই।’ ভোটের ময়দানে ইতিমধ্যেই শুরু হয়েছে গোলমাল। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে আসছে হিংসার খবর। এই অবস্থায় তিনি কি আতঙ্কিত? সুচেতনা বলেন, ‘চারিদিকে ‘আতঙ্ক আতঙ্ক’ বলে যে কথাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে সেটা আদতে কিছুই নয়। ঘুরে দাঁড়ালেই আর কোনও আতঙ্ক থাকবে না।’ এই ছোট্ট শিশুকে নিয়ে কি ভোটের প্রচারেও বেরোবেন? সুচেতনার কথায়, ‘প্রয়োজন পড়লে হয়ত বেরবো। কিন্তু মনে হয় আমাকে একাই বেরোতে হবে। বাচ্চাটা বড্ড ছোট।’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর