কালিয়াচকে অনাথ খুদের পড়াশুনার দায়িত্ব নিলেন তরুণ ছাত্রনেতা হায়দার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20211008_151858

মালদা: এক বছর বয়সেই মা-কে হারায় সে। বাবা বেঁচে থেকেও ছেলের দেখভাল করেনা। মালাদার কালিয়াচকের অনাথ ছেলে রাজ ভগতের বেঁচে থাকার সম্বল বলতে শুধু ঠাকুমা শ্রীমতী ভগৎ। তাও আবার তিনি সারাদিনই পড়ে থাকেন অন্যের বাড়িতে। ঝাড়ুদেওয়ার কাজ করেন তাই। ফলে বেশিরভাগ সময় একাই থাকতে হয় খুদে রাজ ভগৎকে।

কিন্তু, এই অসহায় করুন পরিস্থিতির সামাল দিতে এই খুদের পাশে দাঁড়িয়েছেন তরুণ ছাত্রনেতা তথা সমাজসেবী হায়দার আলি।দায়িত্ব নিয়েই প্রথমে ৭০০০ টাকা দিয়ে রাজ ভগতের স্কুল ফিজ মেটান তিনি এবং খুদের পড়াশুনার যাবতীয় খরচ বহন করবেন বলেও জানিয়েছেন। তবে শুধু রাজকেই নয়, এলাকায় বহু দারিদ্র পরিবারের পাশে দাড়িয়েছেন এই তরুণ নেতা। এই মহৎ কাজের জন্য হায়দারের পাশে দাঁড়িয়েছেন তাঁর ভাই সেজাবুল হক। পরিবারের পাশে দাঁড়ানোয় খুশি খুদের ঠাকুমাও। এদিন ঠাকুমা-নাতিকে নিয়ে পুজোর বাজারও সেরে ফেলেন হায়দার। এ যেন ঈশ্বর দূতকে পাঠিয়েছেন রাজের কাছে!

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর