মালদা, এনবিটিভিঃ মালদায় গুলিবিদ্ধ এক যুবকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মালদা জেলার সুজাপুরের গায়েশ বাড়ি এলাকার বাসিন্দা আলিউল্লা শেখ (৩৩)। গত কাল রাতে গুলিবিদ্ধ হয়। অলিউল্লা পেশায় একজন সেলাই মিস্ত্রি।
সোমবার রাত্রে প্রত্যেক দিনের মতো কাজ সেরে বাড়ি ফেরার সময় বাড়ি থেকে কিছুটা দূরে নাংড়া মোড় এলাকায় চা খেতে যায়। ঠিক তখনই মহিদুর শেখ ও মিন্না শেখ নামে দুই যুবক প্রথমে তাকে মারধর করে ও পরে পেটে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তড়িঘড়ি করে প্রথমে নিকটবর্তী প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। এরপর সেখান থেকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
গুলিবিদ্ধ অলিউল্লার বাবা জানান, বেশ কিছু দিন আগে তার ছেলের সাথে মহিদুরের ব্রাউন সুগার বিক্রি নিয়ে বচসা বাঁধে। আর তার জেরেই অলিউল্লাকে গুলি করে বলে অভিযোগ। ব্রাউন সুগার বেঁচা বেআইনি কিভাবে তারা এই বেআইনি কাজের সাথে লিপ্ত আছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।