মানসিক অবসাদের কারণে আত্মঘাতী যুবক, চাঞ্চল্য এলাকায়

মালদা, এনবিটিভিঃ মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। জানা যায় মৃত ব্যক্তির নাম এন্টনি উজ্জল মন্ডল, বয়স আনুমানিক ৪৪ বছর, বাড়ি শান্তিপুর ব্লকের চাঁদরা এলাকায়।

 পরিবার সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় ঘরের ভেতরে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পারে পরিবারের লোকজন। এরপর শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মঙ্গলবার সকালে মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এছাড়াও ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

জানা যায় ওই ব্যক্তির স্ত্রী কর্মসূত্রে বাড়ি থাকতেন, ওই ব্যক্তির দীর্ঘদিন কাজ না থাকার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। আর এই আত্মঘাতীর পেছনে মানসিক অবসাদ বলে অনুমান করছেন পরিবার।

Latest articles

Related articles