নারীরাও পারে পুরুষের মতো সমাজ গড়ার কাজ, আন্তর্জাতিক নারী দিবসে মিলল নজীর  

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

মহিলা রেলকর্মী।
মহিলা রেলকর্মী।

এনবিটিভিঃ  আজ গোটা বিশ্বে পালিত হচ্ছে নারী দিবস। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসেছেন নারীরা। কেউ বিমান চালাচ্ছেন, কেউ আদালতে মামলা লড়ছেন, আবার কেউ প্রশাসনিক কর্তা। ইটভাটা কিংবা রাস্তায় কাজ করে এই নারীদের একাংশই ভবিষ্যৎ পৃথিবী গড়ার কাজে নেমেছেন।

এমনই একদল নারী আজ মালদা রেলে একাধিক কাজে জড়িয়ে রাখলেন নিজেদের। তাঁদের মধ্যে যেমন লোকো পাইলট রয়েছেন, তেমনই রয়েছেন ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা। তাঁদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রেলকর্তারাও। এমনই দুই নারী লোকো পাইলট পিয়ালি রায় এবং প্রদীপ্তা ঘোষের চোখে এখন রাজধানী এক্সপ্রেস চালানোর স্বপ্ন।

মহিলা ট্রেন চালাচ্ছেন।

মালদা রেল স্টেশনের সঙ্গে অনেক মহিলা কর্মী জড়িত তাদের সম্পর্কে মালদা সিনিয়র ডি এম ই এসকে তিওয়ারি বলেন, “মালদা রেল ডিভিশন আজকে মহিলারা কোন অংশে পিছিয়ে নেই, আমাদের ডিভিশনের তেইশটি মহিলা পাইলট আছে পাশাপাশি কোচ মেনটেনেন্স ও ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল জন্য ৩৩ টি মহিলা রেলকর্মী রয়েছে।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর