এনবিটিভি,পশ্চিম বর্ধমান: বকেয়া বেতনের দাবিতে বুধবার পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের কাঁকসা ব্লক শাখার পক্ষ থেকে বিক্ষোভ দেখান আশা কর্মীরা।
আশা কর্মীরা জানিয়েছেন, সমস্ত আশা কর্মীরা দীর্ঘ প্রায় আট মাস ধরে বেতন পাচ্ছেন না। বেতন না পাওয়ার ফলে আর্থিক অনটনের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। করোনার মধ্যেও তারা সকলকে নিত্যদিন পরিষেবা দিয়ে চলেছেন জীবনের ঝুঁকি নিয়ে। কিন্তু সরকার তাদের বিষয়ে এখনও কোনো রকম চিন্তাভাবনা করছে না। যে পরিমাণে তারা বেতন পান সেই বেতনে তাদের সংসারও ঠিক মত চলে না। তাই তাদের বিষয়ে সরকার চিন্তাভাবনা করুক এই তাদের দাবি ।
এদিন বিক্ষোভ দেখানোর পর পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকের কাছে একগুচ্ছ দাবিতে ডেপুটেশন জমা দেন তারা। এখন এটাই দেখার বাকি সরকার কত দ্রুত আশা কর্মীদের বেতন মেটাবেন।