কাফিল খানের সঙ্গে দেখা করলেন আব্বাস সিদ্দিকী। গত 3রা জুলাই শনিবার বাংলায় আসেন কাফিল খান। কাফিল খানকে এত কাছে পেয়ে আব্বাস সিদ্দিকী নিজের নলেজ সিটি বানানোর প্ল্যান শেয়ার করে ফেললেন তাঁর সাথে। দীর্ঘ একঘন্টা কথা হয় নলেজ সিটির হাসপাতাল নিয়ে কাফিল খানের সঙ্গে। উপস্থিত ছিলেন আইএসএফ এর একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকীও।আব্বাস সিদ্দিকীর নলেজ সিটি কবে হয় এবং কেমন হয় সেটাই এখন দেখার অপেক্ষা।
Popular Categories