সূর্যের সঙ্গে লড়লে ঝলসে যাবেন : অভিষেক বন্দোপাধ্যায়

নিউজ ডেস্ক : গত শনিবার মেদিনীপুর কলেজ মাঠে বিজেপিতে যোগদান করেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কে হুমকি দিয়ে বলেছেন পরবর্তী নির্বাচনে তৃণমূলের পরাজয় এবং রাজ্যের ক্ষমতার অধিকারী হবে ভারতীয় জনতা পার্টি বিজেপি। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন সেই সভা থেকে। তার ২৪ ঘন্টা যেতে না যেতেই তার সেই বক্তব্যের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সূর্যের সঙ্গে লড়তে গেলে ঝলসে যাবেন, সে অমিত শাহ হোক দিলীপ ঘোষ বা সুজন চক্রবর্তী। তিনি শুভেন্দু অধিকারী কে বিশ্বাসঘাতক বলে ও কটাক্ষ করেন।

এর আগে মেদিনীপুরের জনসভায় শুভেন্দু অধিকারী “তোলাবাজ ভাইপো হটাও স্লোগান তুলেছিলেন। কিন্তু ২০১৪ সাল থেকে তৃণমূলে থাকার পরও বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ তুলে তাকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগত রায় আরো বলেন, নন্দীগ্রামে ৪০ শতাংশের বেশি সংখ্যালঘু ভোট কীভাবে যাবেন সেখানে? শুভেন্দুর বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে আপাতত রাজনৈতিক তরজা তুঙ্গে। শুভেন্দুর তৃণমূল ত্যাগ এবং বিজেপিতে যোগদান রাজ্য রাজনীতিকে কোন ধারায় নিয়ে যায় সেটাই এখন দেখার।

Latest articles

Related articles