দুর্ঘটনা ও যানজট এড়াতে ট্রাফিক সিগন্যাল লাগালেন বর্ধমান জেলা প্রশাসন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201226-WA0017

এনবিটিভি ডেস্ক: নিত্যদিনের যানজট লক্ষ্মীপুর মাঠ কলেজ মোড় এলাকাতে। এই যানজট ও দুর্ঘটনা রুখতে বর্ধমান জেলা পুলিশের বিশেষ উদ্যোগ লক্ষ্মীপুর মাঠ কলেজ মোড় এলাকাতে লাগানো হচ্ছে ট্রাফিক সিগন্যাল।

এদিন প্রায় লক্ষীপুর মাঠ এলাকাতে ১০ টি ট্রাফিক সিগন্যাল লাগানো হলো। বর্ধমান জেলা প্রশাসন এবং ট্রাফিক পুলিশ সবসময়ই মানুষের জন্য কাজ করে থাকেন। তারা চাইছেন মানুষ যানজটমুক্ত এবং দুর্ঘটনা থেকে রক্ষা পাক। কয়েকদিন আগেই লক্ষীপুর মাঠ কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে রাতের বেলায় এবং দোকান ভেঙে যায়। ওখানকার এলাকার মানুষ চেয়েছিল দুর্ঘটনাতে রোখা যায় এবং মানুষের প্রাণ বাঁচানো যায় তারই জেরে বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ উদ্যোগ নিয়েছেন সিগন্যাল লাগানোর এবং এতে মানুষ অনেকটাই রক্ষা পাবে। মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি সহ-সম্পাদক সেখ ইনতাজ বর্ধমান জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। এবং তিনি বলেছেন বর্ধমান জেলা প্রশাসন যেভাবে কাজ করছে তার জন্য তাদের কে স্যালুট জানাই।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর