দিল্লির পর নির্ভয়ার নৃশংসতার ছাপ এবার মুম্বাইয়ে। আবারও হাড় হিম করা ঘটনার পুনরাবৃত্তি। মহিলাকে ধর্ষণের পর যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল লোহার রড। জীবন লড়াইয়ে থেমে গেল আরো একটি প্রাণ। শনিবার হাসপাতালে মৃত্যু হল নির্যাতিতার। গণেশ চতুর্থীর দিন মুম্বইয়ের সাকিনাকা এলাকায় একটি টেম্পোর ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় নির্যাতিতাকে।আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় ঘাটকোপারের রাজাওয়াড়ি হাসপাতালে।
শনিবার আইসিইউতেই লড়াই শেষ হল তাঁর। এখনও পর্যন্ত ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকেই জিজ্ঞাসাবাদ করে অন্য কেউ ঘটনার সঙ্গে যুক্ত কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৩০৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।