রামমন্দিরের জন্য চাঁদা সংগ্রহের নামে মিছিলে আবার মুসলিমদের আক্রমণ গেরুয়া সন্ত্রাসীদের, মৃত ১

নিউজ ডেস্ক : সামনেই কেরালা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন। এই সমস্ত রাজ্যগুলিতে বর্তমানে বিজেপি সরকার থাকা দুরের কথা বিজেপির খুব বেশি রাজনৈতিক প্রভাব ও নেই। এই রাজ্যগুলিতে নিজেদের রাজনৈতিক প্রভাব বহুগুণ বৃদ্ধি করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু তারপরেও বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে এই সমস্ত রাজ্যগুলিতে বিজেপির ক্ষমতায় আসা প্রায় অসম্ভব। বিরোধীদের অভিযোগ, সেই কারণেই এই পরিস্থিতিতে বিজেপি শাসিত রাজ্য গুলির সাহায্যে দেশে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার জন্য রাম মন্দিরের নাম কে ব্যবহার করা হচ্ছে বারবার। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের পাওয়ার এবার মোদির রাজ্য গুজরাট। রবিবার রাম মন্দিরের জন্য অর্থ সংগ্রহের নামে মিছিল বের করে আমেরিকার ঘোষিত সন্ত্রাসবাদী সংস্থা বিশ্ব হিন্দু পরিষদ। এই মিছিল বরাবরের মতো অন্যান্য মিছিলের মতোই তার স্বরূপ এবং জঘন্য উদ্দেশ্য প্রকাশ করে তাদের মূল টার্গেট মুসলিম অধ্যুষিত এলাকায় গিয়ে। সেখানে গিয়ে আগুন ধরিয়ে দেয়া হয় মুসলিমদের বাড়িঘর এবং দোকানে, জ্বালিয়ে দেয়া হয় বহু যানবাহন, হামলা করা হয় মুসলিমদের উপরে। উগ্র গেরুয়া সন্ত্রাসবাদীদের হামলায় এখনো পর্যন্ত ১ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন বহু মানুষ।

গত রবিবার গুজরাটের উত্তর-পশ্চিম অংশের কচ্ছ অঞ্চলের কিদানা গ্রামে রাম মন্দিরের জন্য অর্থ সংগ্রহের নামে মিছিল বের করে বিশ্ব হিন্দু পরিষদ। পুলিশের অনুমতি ছাড়াই বের করা এই মিছিলে বাধা দেয়নি পুলিশ। কারণ রাজনৈতিক সমর্থন ছিলো এর পিছনে বলে অভিযোগ করেছে বিরোধীরা। মিছিল বহু পথ অতিক্রম করে তাদের মূল নিশানা মুসলিম অধ্যুষিত এলাকায় এসে মসজিদের সামনে জোরে জোরে “জয় শ্রীরাম” স্লোগান সহ অনেক আপত্তিকর এবং উত্তেজনা সৃষ্টিকারী স্লোগান দিতে থাকে। তারপর হামলা চালানো হয় মুসলিমদের ঘরবাড়িতে। মিছিলকারীদের হাতে ছিল লাঠি তরোয়াল সহ বিভিন্ন মারামারি করার সামগ্রী। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ ষড়যন্ত্র এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অভিযোগ আনা হয়েছে বলে জানা গিয়েছে।

Latest articles

Related articles