কালিয়াচক-১ গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হলেন তৃণমূলের আলিউল শেখ

গোলাম হাবিব, কালিয়াচক: শুক্রবার কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান হলেন তৃণমূলের আলিউল শেখ (জোতি)। জানা গিয়েছে, এদিন এই গ্রাম পঞ্চায়েতের ১৫ জন সদস্যের মধ্যে ৯ জন সদস্য প্রধান পদে আলিউল শেখকে সমর্থন করেন এবং আলিউল শেখ (জোতি) নতুন প্রধান নির্বাচিত হন। বাকি পঞ্চায়েত সদস্যরা এদিন সভায় আসেননি।

এর আগে কালিয়াচক ১ পঞ্চায়েতের প্রধান ছিলেন আমিরুল সেখ। কিন্তু মোট পনেরো জন সদস্যর মধ্যে অধিকাংশ সদস্য আমিরুলের বিরুদ্ধে অনাস্থা এনেছিল। এদিন প্রধান গঠন সভাকে ঘিরে গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে কালিয়াচক থানার পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। এদিকে নতুন প্রধান হওয়ার পর পঞ্চায়েত সদস্যরা থেকে শুরু করে তৃণমূল কর্মীরা আনন্দে মেতে ওঠেন। তারা রাস্তায় ঢোল, তাসা, ব্যান্ড বাজিয়ে আনন্দে মেতে ওঠেন। একদিকে বাজি পটকাও ফাটে। গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কালিয়াচক চৌরঙ্গী পর্যন্ত রাস্তায় আবির খেলেন কর্মীরা।

Latest articles

Related articles