সুতি- ২ ব্লকের সব স্কুল মিলে একাদশশ্রেনীতে আসন সংখ্যা ২৮০০, ভবিষ্যত অনিশ্চিত ১৪০০ পড়ুয়ার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210818-WA0063

এনবিটিভি ডেস্ক: সুতী-2 ব্লকে প্রায় 4200 ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু সরকার একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সুতি-2 ব্লকের 7 টি হাইস্কুলে মোট 2800 আসন সংখ্যা বেঁধে দিয়েছে। ফলে সুতি-2 ব্লকের মোট 1400 ছাত্র-ছাত্রী কোন স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে না। তারা প্রত্যেকদিন বিভিন্ন স্কুলে স্কুলে যাচ্ছে এবং হয়রানি হয়ে বাড়ি ফিরছে। তাদেরকে কোন স্কুল কর্তৃপক্ষ ভর্তির প্রতিশ্রুতি দিচ্ছে না। ফলে এই 1400 ছাত্র-ছাত্রীর জীবন নষ্ট হতে চলেছে।

 

তাই ভারতের ছাত্র ফেডারেশন(SFI) এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন(DYFI) অরঙ্গাবাদ লোকাল কমিটির উদ্যোগে আজ পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ছাত্র ও ছাত্রী থাকা ছাবঘাটি কে ডি বিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হলো। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ করা হলো আগামী 26/08/2021 সুতী 2 ব্লকে ডেপুটেশন দেওয়া হবে। BDO এবং SI যদি এই সকল ছাত্র-ছাত্রীদের ভর্তির ব্যবস্থা না করতে পারে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাবো। প্রয়োজনে আমরা জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেবো। এই 1400 ছাত্র-ছাত্রীর ভর্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর